আমের রাইতা (ভিডিও)
- Published Date
- Written by Super Admin
- Hits: 3881
যা যা লাগবে :
আম টুকরা করে কাটা হাফ কেজি,
টক দই ১ কাপ,
যা যা লাগবে :
আম টুকরা করে কাটা হাফ কেজি,
টক দই ১ কাপ,
পুদিনা পাতা ২ টেবিল চামচ,
জিরা গুঁড়া
১ চা চামচ,
শুকনা মরিচ গুঁড়া (তেলে ভাজে) ১ চা চামচ,
বিট লবণ সামান্য,
চিনি স্বাদ অনুযায়ী,
লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী :
দই খুব ভালোভাবে ফেটুন।
সব উপাদান একসঙ্গে মিশান এবং ফ্রিজে রেখে দিন।
কিছুক্ষণ পর ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করুন।
বোনাস ভিডিও:
Comments
- No comments found
Leave your comments