আমার পেজ এর পিক অন্য পেজে ব্যবহার করছে
- Published Date
- Written by Super Admin
- Hits: 2413
এভাবেই হয়ত সবাই ধোঁকা খাবে, প্রোডাক্টের এক্সিলেন্ট কোয়ালিটি মেইনটেইন করতে কতটা শ্রম আর কস্ট হয়, পিক সুন্দর করে ক্যাপচার করার জন্যও কত কত কষ্ট! আসল কথায় আসি, কাল একজন আমাকে অবগত করেন
, আমার পেজ Rowshans Creations এর পিক অন্য পেজে ব্যবহার করছে। পরে সময় করে তাদের পেজে গেলাম। তারা ছবি ব্যবহারের পরেও প্রোডাক্টের প্রাইস মানুষ কমেন্ট করলে ডে রিপ্লাই দিচ্ছে , আমার cost তার চেয়েও অনেক বেশী। মানুষ কম দাম দেখেই যখন বিকাশ করবে, ধরা খাবে, তখন দুর্নাম হবে অনলাইনের ( । না পেরে ইচ্ছা করেই তাদের পেজে গিয়ে আমার প্রোডাক্টের একটা ছবি দিয়ে জিজ্ঞেস করি, এটা তাদের কাছে আছে কিনা, উত্তরে বলে আছে। ( ওভার সিওর ছিলাম, যে নেই) ।পরে ইনস্ট্যান্ট পিকচার চাওয়াতে বলে এটাই দেখতে চাই কিনা? আমার মত সবাই হয়ত এত বিচার করতে যাবে না, কিন্তু ঠিকই আমার পেজে এসে বলবে, অমুক পেজে তো এত কম, আপনার দাম এত বেশি কেন??
তাদের উত্তরে বলি, সেখান থেকেই নিয়ে নেন, আর তাদের কাছ থেকে ধোঁকা বা প্রতারিত হলে এর জন্য আমি দায়ী থাকব না। সবারই এটা দেখে সচেতন হওয়ার অনুরোধ রইল।
Comments
- No comments found
Leave your comments