৩ জুন, ২০১৩, INDEPENDENT TELEVISION LTD
নওগাঁয় আবাদী জমিতে গড়ে উঠছে আম বাগান। ধান বা গমের চেয়ে আম চাষ লাভজনক হওয়ায় কৃষকরা আম চাষের দিকে ঝুঁকছেন । অনেকে আবার সুযোগ বুঝে আম বাগানে ধানের চাষও করেছেন।
নওগাঁর পোরশা, সাপাহার ও মান্দা উপজেলায় সাড়ে ৬ হাজার হেক্টর আবাদী জমিতে গড়ে উঠেছে আম-বাগান। ধান বা গমের চেয়ে আম চাষ অনেক বেশি লাভজনক হওয়ায় এলাকায় প্রতিবছরই বাড়ছে এমন বাগানের সংখ্যা । কৃষকরা জানান, এক বিঘা জমিতে ধান চাষ করে লাভ হয় ৫ থেকে ৬ হাজার টাকা; অথচ একই পরিমাণ জমিতে আম চাষে লাভ হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। বাড়তি মিলছে আম-বাগানে ধান চাষের সুযোগ।
এখানকার মাটি আম চাষের উপযোগী হওয়ায় আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও আমের ফলন ভালো হয় বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক, এস ,এম, নুরুজ্জামান মন্ডল জানান, এভাবে আবাদী জমি কমতে থাকলে ভবিষ্যতে খাদ্যশস্যের উৎপাদন কমে আসবে কি না তা নিয়ে বিতর্ক থাকলেও আপাতত কৃষকরা লাভের অংকটাকেই বড় করে দেখছেন।
৩ জুন, ২০১৩, INDEPENDENT TELEVISION LTD
আমার বাড়ি নওগাঁর মহাদেবপুরে..
আমি কি আম চাষ করতে পারবো?
Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.