টেকনাফের সমুদ্র উপকূলীয় আবহাওয়া বারি আম চাষের জন্য উপযোগী তাই সারাবছর ফলনের জন্য এই প্রজাতির আম চাষ করার উপর গুরুত্বারোপ করেছেন পাহাড়তলি কৃষি গবেষনাগারের প্রধান ড. হারুন অর রশিদ।
৯জানুয়ারী সকাল ১০টায় চট্রগ্রাম পাহাড়তলি কৃষি গবেষনাগারের প্রধান ড. হারুন অর রশিদ টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ায় আমের মুকুল আসা গ্রাম পরিদর্শন করেন। এসময় টেকনাফ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম সাথে ছিলেন। এসময় কৃষি গবেষখ ড. হারুন বলেন যেহেতু এই এলাকার আবহাওয়া আগাম আম আসতে উপযোগী তাই, বার মাসি আমের জাত বারি আম-১১ এই এলাকায় বাগান করা হলে ভবিষ্যতে অপ সিজনে আমের ফলন হবে। যাহা এই এলাকার মানুষের আগ্রহ বেড়ে যাবে। চলতি অর্থ বছরে এই এলাকার জন কিছু বার মাসি জাত বারি আম ১১ এর প্রর্দশনী বাস্তবায়ন করা হবে। গত ৩বছর ধরে এই আগাম জাতটি নিয়ে গবেষনা করছে এই গবেষনা প্রতিষ্ঠানটি।
গত বছরের সেপ্টেম্বর মাসে উক্ত গবেষনাগার হতে একটি টীম এসে আগাম আমের মুকুল আসা গাছ হতে কিছু (সাইয়ন) আমের ঢাল নিয়ে গিয়েছিল। পরে অন্য আম গাছের সাথে জোড়া লাগিয়ে দেখবে এই সময়ে অন্য জায়গায় আমের মুকুল আসে কিনা যদি আসে তাহলে আরো উন্নত করে সারা দেশে ছড়িয়ে দিবে। আর যদি না হয় তাহলে বার মাসি বারি আম ১১ এই সম্প্রসারণ করবে।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান,টেকনাফের আবহাওয়া আম চাষের উপযোগী তাই টেকনাফের প্রত্যন্ত এলাকায় আমের মুকুল দেখা দিয়েছে। এই এলাকায় আগাম মুকুল আসে তাই বার মাসি জাতের বারি আম ১১ অত্র অঞ্চলে সম্প্রসারণ করা হলে অফ সিজনে আম পাওয়া যাবে এবং ফলের চাহিদা পুরন হবে। ফলে কৃষকেরা আগ্রহী হবে।